Friday 17 June 2016

ভালো আছো তো?

ভালো আছো ? হঠাৎ জানতে ইচ্ছে হল 
ভালো আছো তো ?
আজ খুব বৃষ্টি পড়ছে ,আকাশ মেঘাচ্ছন্ন 
যেন দূর থেকে তোমার প্রিয় রবীন্দ্রসংগীত ভেসে এল 
আর অমনি মন আকাশের থেকেও বেশী ভারাক্রান্ত 
প্রশ্নের আলোরণে ভিতরটা  ছিন্নভিন্ন 
তাই জিজ্ঞাসা করেই ফেললাম 
ভালো আছো তো ?


আমায় যদি এই একি প্রশ্ন করো 
উত্তর পাবে না কিন্তু 
কি করে আর বলবো বলো?
যে তোমায় ছাড়া ভালো নেই, ভালো নেই , ভালো নেই.....
অভিমান মুখ চেঁপে ধরবে 
ক্রোধ করবে গলা রুদ্ধ 
তাও যে জানতে ইচ্ছে করে 
কি ? ভালো আছো তো ?


আচ্ছা চিনি দিয়ে চা খাওয়াটা বন্ধ করেছো তো?
আর বেশী রাত জাগা, সেটা?
কারণে, অকারণে ইচ্ছে মতো ওষুধ খাও না?
আগে যা ডাক্তারী করতে, বাবাঃ!
শরীরের খেয়াল রেখো 
বয়সটা বাড়ছে না?
জানিনা এখন কতটা নিয়মাবদ্ধ হয়েছো 
ঐ! সত্যি করে বলো তো, ভালো আছো তো?


মা বলে আমি রোগা হয়ে গেছি
তুমি তো জানো, মা সব সময়ই আমায় রোগা দেখে
তোমাকে আর কি বলবো, তুমিও তো তাই
একবার অসুস্থ হওয়াতে কি ভয় পেয়েছিলে, কি মনে আছে?
আচ্ছা আমার ছোট্ট গোলাপ গাছটায় ফুল হয়?
আলো নিভিয়ে, রাতে ওটার গায়ের গন্ধ মেখে শুয়ে থাকো এখনো?
দ্বিধা হলেও আজ বলছি, আমি ওই গাছটাকে একা ফেলে ভালো নেই জানো
কিন্তু তুমি ভালো আছো তো?


আমাদের, মানে তোমাদের শোবার ঘরের জানলা দিয়ে
কি সুন্দর সূর্যোদয় দেখা যায় বলো?
কোনো আকাশ ছোয়া অট্টালিকা
সেই রক্তিমকে কেড়ে নেয়নি তো?
রাতের বেলার সেই চন্দ্রপ্রভা
তাও তো আজো আসে নিশ্চই বারান্দা প্লাবিত করে
সেই সূর্য, চাঁদকে দূরে সরিয়ে, আমি ভালো নেই জানো
তুমি তাদের নিয়ে ভালো আছো তো ?


দোষ গুনের অঙ্ক অনেক কষেছি
হিসাব মেলেনি কখনো
অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছি
মান,অভিমানের মাঝেও ভালোবাসার প্রদীপ আড়ালে জ্বলে
আজ একা, এই বর্ষণমুখর দিনে, তাই তো হৃদয়টাকে শব্দ দিয়ে আঁকছি
হয়তো এই চিঠি তুমি কোনো দিন পড়বে না, তাও!!
জানো? নূতন, পূরাতন কে আড়াল করে, নাশ করে না
তোমার নূতন কে সঙ্গী করে, তুমি ভালো আছো তো?


অরিত্রা চক্রবর্তী সেনগুপ্ত 





Tuesday 14 June 2016

Wedding Wish....

As you endorse this new journey my friend
Here’s heart felt wishes sent your way
Let your nights be lit with sedate moonlight
Mornings marked with the crimson ray!!

As you endorse this new journey my friend
Let your face shine in the glory of vermillion
Wish both of you live in immense togetherness

For years million…trillion


Wrote this for a friend to wish her a happy married life...may be u can use it somewhere :-)

Aritra Chakrabarty Sengupta

Friday 3 June 2016

Praktan-a tale of diverging relationships

A song I really loved from the movie

Whenever it is about bengali movies, there is a different feeling and reviewing it becomes a task, given to the emotional pressure. Possibly staying away from Bengal infuses love for the language, culture and state in a more illustrious way. So whenever these movies hit the theatres in Mumbai, we definitely make it a point to watch.


Today I want to explicitly pour my feelings on the undertaken emotional journey last weekend. Yes "Praktan" meaning former is a tale of diverging emotional vulnerabilities. The title is a reflection of the relationship status of the leading pair Ujaan and Sudipa, played by acting stalwarts Prosenjit Chatterjee and Rituparna Sengupta respectively. These actors have evolved with every undertaken role and have infused life into them which is largely unremitting. 

But what intrigues me about "Praktan" is the way the story or the essence has been conveyed to the audience. This movie is a journey, both literally and metaphorically. The characters have boarded "Gyaneshwari Express" and are on their way from "Mumbai" to "Kolkata". And as the train roll along, they take us through a soul-searching voyage on relationships, emotions and a layer beneath the conspicuous.

While Sudipta is sharing bracket with her "praktan" husband's current wife played by Aparajita Auddy and his child, and is evidently in a coup of emotional outburst. There are other characters who portray different colours of human correspondence. In one coupe there are well known musicians from Bengal, playing themselves in the movie. While this coupe originates music throughout the journey which resonates through personal spaces of the characters and the audience alike, Surojit Chatterjee also touch upon his sad retire from the celebrated Bangla Band "Bhoomi". In another coupe an elderly couple played by Soumitra Chattopadhyay and Sabitri Chattopadhyay, emphasise the beauty of togetherness in that age. While another coupe has a fat, insecure husband with his beautiful wife, who probably are facing the insecurities for the first time in that train, on their honeymoon trip. So in a nutshell Shiboprasad Mukherjee and Nandita Roy, converted Gyaneshwari into a melting pot of diverse emotions.

Ujaan and Sudipa had married each other in love. Their intellectual bent of mind had attracted them to an extent of tying the knot. However they discover each other only after they  are together. And eventually their love faces a defeat against their immense egos and grossly incompatible sensibilities, leading to a separation. But can a signature really separate people? Well, this movie is an answer. Ujaan and Sudipa continue to love each other, with hearts full of complains. And when fate brings them face to face after 10 long years, they discover the hidden emotions and gracefully quit a realm which had given them the first taste of love.

Praktan leaves you in a space of thought. You tend to weigh your feelings and somewhat rectify which might go wrong. While everyone have acted unbelievably natural, Aparajita Auddy steals the show by her loud yet lovable character. In totality it was a great watch. Kudos to the team. And thanks for the soulful trip of "Tilottama", a breathe of fresh air for people like us!!!!


Aritra Chakrabarty Sengupta