হয়ত আমি আত্মভোলা
হয়ত আমি ক্রুদ্ধ
সহজেই ক্লান্ত আমি
জীবণ যে এক যুদ্ধ
অনেক সময় বুঝতে বিফল
ঠিক বেঠিকের পার্থক্য
তুমি ছাড়া কে বুঝবে আমায়
মোর পরম মিত্র
বন্ধু তুমি,সখা তুমি
দার্শনিক ও পথপ্রদর্শক
ঠোঠের হাঁসির কারণ তুমি
তুমিই সন্তুষ্ঠী আকর্ষক
রাগটি যেমন তোমার উপর
অনুরাগো তোমারি শুধু
বুঝবে মোর অন্তরটাকে?
অবাধ হতে নিবৃত রাখবে মধুর মৈত্রীবন্ধন?
ভালবাসার মানে তুমি
জগত দেখার আঁখি তুমি
তোমার ললাটে তিলক দিয়ে
হয়েছে মোর হৃদ রাজ্য আভিষেক
অরিত্রা চক্রবর্তী সেনগুপ্ত
No comments:
Post a Comment