পূজো আসছে
বাঙালিদের জন্য দূর্গা পূজো একটা অনুভূতি। যার ব্যাখ্যা করা মোটেই সহজ না। বছরের ওই কটি দিন শুধু না, দূর্গা পূজো আমাদের মন আবরণ করে থাকে ৩৬৫ দিন। যখনি হৃদ মাঝারে মেঘের সঞ্চার হয়, গর্জনে কেঁপে ওঠে সত্তা, মায়ের ঘরে ফেরার আশাই বাঁচিয়ে রাখে জীবনের দ্রুত প্রবাহকে। অদ্ভুত এই উন্মাদনা, অদ্ভুত এই ভালোবাসা যা এক উৎসব কে কেন্দ্র করে উত্পন্ন হয়ে, এক হৃদয় থেকে অন্য হৃদয়ে পৌঁছে যায়। এই ধরুণ, অফিসার কাজে আজ যখন মত্ত ছিলাম, কোথাও থেকে ঢাকের বাধ্য ভেসে এসে, মন টাকে অস্থির করে তুললো। না চাইতেই , এক রাস প্রসন্নতা আলিঙ্গন করলো মনটাকে।
কিন্তু এই সুখ তো একার না, তাই তো ভালাম "এই পূজো পূজো গন্ধটা" সকলের মাঝে ছড়িয়ে দি। তাই তো এই কবিতা।...
নতুন জামা, নতুন জুতো, নতুন অনুভূতি,
পূজো মানে খাঁটি হর্ষ, শুভ প্রতিশ্রুতি।
শঙ্খ ধ্বনি, ঢাকের বাদ্দি, সেকি রম্য কল্লোল,
উৎসবের ছোঁয়ায় মাতোয়ারা মন, হৃদ পরিপূর্তি।
দূরে কোন মন্দিরে, বাজছে যেন ঘন্টা,
আকাশ ময় ভাসছে যে মেঘ, একটু অনাবিষ্ট।
কাশঁফুলেতে দিয়েছে দোলা বাতাস আবেগ পূর্ণ,
তুমি, আমি খুশির খোঁজে ডুবেছি যথেষ্ট।
পূজো মানে আড্ডা মারা, পূজো স্মৃতিচারণ,
পূজো মানে নিজেকে খোঁজা,একটু অন্য রকম।
পূজো মানে চিকেন রোল, পূজো ফুচ্কা খাওয়া,
পূজো মানে উদ্দীপনায় গা ভাসিয়ে দেওয়া।
নাটকের মহলা, ডায়ালগ হলো কি মুখস্ত?
উত্তেজনা, উদ্দীপনা মিশ্রিত এক বাক্স।
তাই পূজো মানে অন্য আমি, অন্য আমার সজ্জা,
সেই আমি কে অনাবৃত করে, এই "পূজো পূজো গন্ধ"
পূজো মানে খাঁটি হর্ষ, শুভ প্রতিশ্রুতি।
শঙ্খ ধ্বনি, ঢাকের বাদ্দি, সেকি রম্য কল্লোল,
উৎসবের ছোঁয়ায় মাতোয়ারা মন, হৃদ পরিপূর্তি।
দূরে কোন মন্দিরে, বাজছে যেন ঘন্টা,
আকাশ ময় ভাসছে যে মেঘ, একটু অনাবিষ্ট।
কাশঁফুলেতে দিয়েছে দোলা বাতাস আবেগ পূর্ণ,
তুমি, আমি খুশির খোঁজে ডুবেছি যথেষ্ট।
পূজো মানে আড্ডা মারা, পূজো স্মৃতিচারণ,
পূজো মানে নিজেকে খোঁজা,একটু অন্য রকম।
পূজো মানে চিকেন রোল, পূজো ফুচ্কা খাওয়া,
পূজো মানে উদ্দীপনায় গা ভাসিয়ে দেওয়া।
নাটকের মহলা, ডায়ালগ হলো কি মুখস্ত?
উত্তেজনা, উদ্দীপনা মিশ্রিত এক বাক্স।
তাই পূজো মানে অন্য আমি, অন্য আমার সজ্জা,
সেই আমি কে অনাবৃত করে, এই "পূজো পূজো গন্ধ"
No comments:
Post a Comment